“বয়লারে অতিরিক্ত উত্তাপে বিস্ফোরণ ঘটতে পারে। ”
Published : 14 Jan 2025, 09:24 PM
ঝিনাইদহের কোটচাঁদপুরের বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বলুহর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাঠ নকশার কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান।
নিহতরা হলেন-কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলির ছেলে মিল্টন (২৮) ও একই গ্রমের ক্ষিতিশের ছেলে রাম ( ৫৫)।
আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক এম রায়হান উদ্দিন বলেন, “মিজানুর রহমানের কাঠের ডিজাইন কারখানার ডিজাইন মিস্ত্রী মিল্টন ও রাম কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মিল্টন ও রামের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান তারা।
“সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়র সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে। বিস্ফোরণে কারখানারও ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
ঝিনাইদহ সার্ভিসের উপসহকারী আব্দুস সালাম পরিচালক বলেন, “১৫ ফুট লম্বা ও১৬ ফুট ব্যাসার্ধের ওই বয়লারের ভেতরে কাঠ ঢুকিয়ে তাপ দেওয়া হচ্ছিল। এ সময় আতিরিক্ত চাপে বয়লারের সামনের মুখ খুলে প্রচণ্ড বেগে শ্রমিকদের আঘাত করে।”
ওসি কবির হোসেন বলেন, “বয়লারে অতিরিক্ত উত্তাপে বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।”