“কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জন লোক এসে চিনিকলের রেশন বিভাগে হামলা করে।”
Published : 27 Jan 2025, 06:20 PM
রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডব চালিয়েছে একদল লোক। এ সময় দুজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনার সময় আটটি কক্ষে হামলা চালিয়ে নয়টি কম্পিউটার-প্রিন্টার, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান।
রাজশাহী রেশন করণিক শাহীনুর রহমান বলেন, “দুপুর ১২টার দিকে চিনিকলের মৌসুমি কর্মচারী ট্রাক্টর চালক রফিকুল ইসলাম রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তা বাবদ বেশতি ২০ টাকা চাওয়া হয়। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। এর জেরে রফিকুল মোবাইল ফোন করে তার এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন।
“কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জন লোক এসে চিনিকলের রেশন বিভাগে হামলা করে। এ সময় রেশম করণিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করা হয়। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে তারা। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
কাটাখালী থানার ওসি আব্দুল মতিন বলেন, “সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।