সাজা খেটে দেশে ফেরত গেলেন এক ভারতীয় নাগরিক

গত বছরের ৭ ফেব্রুয়ারি অবৈধ পথে বাংলাদেশে আসা নাসির শেখকে আটক করে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 02:15 PM
Updated : 6 May 2023, 02:15 PM

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় এক নাগরিক সাজা খেটে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেছেন। 

শনিবার দুপুরে বিজিবি, বিএসএফ ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয় বলে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. আবু নাঈম জানান। 

কারামুক্ত নাসির শেখ (৪৫) ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মণনগর গ্রামের সাত্তার শেখের ছেলে।

এসআই মো. আবু নাঈম বলেন, “গত বছরের ৭ ফেব্রুয়ারি মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকা থেকে নাসির শেখকে আটক করে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কর্মরত বিজিবি-৬ এর সদস্যরা।

“পরে মামলা দিয়ে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করে বিজিবি। সেই মামলায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজার মেয়াদ শেষে শনিবার নাসির শেখকে ভারতে পাঠানো হয়।” 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে দর্শনা চেকপোস্টের ইনচার্জ আবু নাঈম ও বিজিবির দর্শনা আইসিপির ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল উপস্থিত ছিলেন। 

আর ভারতের পক্ষে কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার ও গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নাগেন্দ্র পাল উপস্থিত ছিলেন।