ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শে আহত হয়ে তিনি নিচে পড়ে যান।
Published : 22 Mar 2024, 03:50 PM
চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ির ছাদে ভুট্টা শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক দিনমজুর।
শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা থানার মদনা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
বশির আলী (৫০) একই গ্রামের আফসার আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শামসুল হক জানান, শুক্রবার সকালে গ্রামের ইলার উদ্দিনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজে যান বশির আলী। এক পর্যায়ে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শে আহত হয়ে তিনি নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আরিজ বলেন, “হাসপাতালে পৌঁছার আগেই বশির উদ্দিন মারা যান।”
ওসি বিপ্লব জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।