“জিসানের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।”
Published : 10 Jun 2024, 12:40 PM
বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের সুতানাড়া গ্রামের মহিষার বিল থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধারের খবর জানান সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম।
নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
কামালপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, “জিসানসহ তিন বন্ধু রোববার সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। সেখানে তাদের মধ্যে মারামারি হয়।
“পরে জিসানের দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিসানের পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় বিলের মাঠে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।”
ওসি রবিউল বলছেন, “জিসানের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।”