বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে।
Published : 27 Dec 2024, 10:35 PM
চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারসহ বেশ কিছু দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘটে পটুয়াখালীর পায়রা বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
ফলে রাত থেকে পায়রা বন্দরের বাইরে ও ভেতরে থাকা ‘মাদার ভ্যাসেল’ ও ‘লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখেন শ্রমিকরা।
ফেডারেশন নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ও নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিও তোলেন।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক মো. আজিজুর রহমান বলেন, “এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের রহস্য উন্মোচন ও কিছু দাবি-দাওয়ায় তোলে বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা।”
তবে সব ধরনের যাত্রীবাহী নৌযান এ কর্মবিরতির আওতামুক্ত আছে।
জাহাজে ৭ খুন: বিচার-ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘটে পণ্যবাহী নৌযান শ্রমিকরা