আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে বিজিবি।
Published : 28 Jan 2025, 09:07 PM
যশোরের শার্শা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে এক নারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে উপজেলার শিকারপুর সীমান্তের একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী।
আটকরা হলেন- ময়মনসিংহের নতুনহাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জ সদরের উত্তর হাজিরা বাড়ি গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপ্লব গাইন (২১) এবং খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।
বিজিবির সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন ভারতে ঢুকবে, এমন খবর পেয়ে বিজিবির টহলদল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি এই কর্মকর্তা।
এ ছাড়া তাদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।