এক সপ্তাহ আগে পরিকল্পনা করে গ্রিল কেটে ব্যাংকে ঢুকে চুরির চেষ্টা করে কয়েকজন যুবক।
Published : 27 Jan 2023, 05:05 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকে গ্রিল কেটে চুরি করতে ঢুকে ধরা পড়েছেন এক যুবক।
শুক্রবার ভোর রাতে ইউনিভার্সিটি সেন্টারের নিচতলায় ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন।
আটক জালাল আহমেদ (১৯) বিশ্ববিদ্যালয়ের পাশের ডলিয়া গ্রামের বাসিন্দা।
ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, “রাত ৪টার দিকে হঠাৎ জোরে আওয়াজ আসে আমাদের কানে। আমি এবং আমার আরেক সহকর্মী ব্যাংকের ভিতরেই ছিলাম। আওয়াজ যেদিক থেকে আসছিল আমরা দ্রুত ওইদিকে যাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভিতর দিক থেকে দরজা বন্ধ পাই।”
তিনি বলেন, অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
আটক জালালের ভাষ্য, গত এক সপ্তাহ ধরে তারা কয়েকজন মিলে ব্যাংকে চুরির পরিকল্পনা করছিলেন। তাদের প্রথম বৈঠক হয় সিলেট রেল স্টেশনে। এরপর বিভিন্ন দিন ক্যাম্পাসে এসে ব্যাংকের আশপাশ ঘুরে গ্রিল কেটে প্রবেশ করার পরিকল্পনা করেন।
জালাল আরও জানান, চুরি করতে আসা তার সঙ্গে আরও চারজন ছিলেন। ব্যাংকের পেছন দিকে গ্রিল কেটে তিনি প্রথমে ভিতরে ঢোকেন। পরে আনসার সদস্যদের উপস্থিতি টের পাওয়ায় বাকিরা পালিয়ে যান। নিজে পালাতে না পেরে ব্যাংকের বাথরুমের ভিতর ঢুকে পড়েন।
পালিয়ে যাওয়াদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
ওসি নাজমুল হুদা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ জালালকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে কর্তৃপক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাননি। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেটা জানার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
“তার বিরুদ্ধে চুরির অনেক অভিযোগ আছে। তার কাছে গ্রিল কাটার যন্ত্রপাতিও পাওয়া গেছে। সে এই এলাকায় গ্রিল কেটে চুরিতে ওস্তাদ। এখন অন্য একটি মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।”
শাবির সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক দিলশাদ আলী বলেন, “রাতে চুরি করতে এসে ব্যাংকের ভিতরে আনসার সদস্যদের হাতে এক যুবক ধরা পড়েছে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”
মামলার বিষয়ে তিনি জানান, যেহেতু সে ধরা পড়েছে, কোনো ক্ষতি করতে পারেনি, মামলা এখনও করা হয়নি; এ ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে।