ভেকু দিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।
Published : 06 Feb 2025, 07:24 PM
শেরপুরে সদর উপজেলায় অনুমোদনহীন তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান শেরপুরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোছা. আসমা আক্তার।
শেরপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে ভাটা পরিচালনা করায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান ৪ নম্বর জিগজ্যাগ ব্রিকস ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এর কাঁচা ইট ধ্বংস করা হয়।
সেইসঙ্গে প্রতিটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।