Published : 01 May 2025, 08:37 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের বাসায় মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকার বাসাটিতে কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে কে বা কারা।
ইফতিখারুল বলেন, তিনি ড্রইংরুমে বসে থাকার সময় হঠাৎ বিকট শব্দে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনতে পান। পরে দেখতে পান, বাড়ির দেয়ালে বোমা বিস্ফোরণের চিহ্ন রয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এটি ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি আবদুল মালেক।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেয়ালে তিনটি হাত বোমার বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে।
সেখানে চার-পাঁচটি হাত বোমা বিস্ফোরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি।