একদিন আগে বাসা থেকে ডেকে নিয়ে সাংবাদিক স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
Published : 13 Oct 2024, 08:16 PM
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি স্বপন কুমার ভদ্র হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।
গ্রেপ্তার সাগর মিয়া (২০) মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত বলে দাবি পুলিশের।
ওসি শফিকুল ইসলাম জানান, স্বপন কুমার হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী সবিতা রানী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় সাগরের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান আছে।
আসামি সাগরের ফাঁসি দাবি করে স্বপন কুমারের স্ত্রী সবিতা রানী বলেন, “আমার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক।”
পুলিশ জানায়, মাদক সংক্রান্ত খবর প্রকাশ ও পূর্ববিরোধের জেরে সাংবাদিক স্বপন কুমারের প্রতি সাগর ক্ষুব্ধ ছিলেন বলে মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে। মূলত এ ঘটনার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলায় শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া বাসা থেকে ডেকে নিয়ে স্বপন কুমারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন।
এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।
স্বপন কুমার তিন সন্তানের জনক। এর মধ্যে ছেলে দুইজন এবং একজন মেয়ে। ছেলেদের একজন ঢাকায় ব্যবসা করেন এবং অপরজন সেনাবাহিনীতে কর্মরত।
আরও পড়ুন: