তার হাতে গুলি ভরতি বিদেশি পিস্তল ছিল, যা থেকে গুলি করার চেষ্টা করছিলেন, বলছে পুলিশ।
Published : 18 Feb 2025, 10:26 PM
লক্ষ্মীপুরের রায়পুরে পায়ে গুলি করে যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ; যিনি ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
মঙ্গলবার বিকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক জানান।
গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রবিন হোসেন (৩৫) রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের বাসিন্দা।
রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, রবিনের কাছ থেকে তারা গুলি ভরতি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন।
ওসি আরো বলেন, ৫ ফেব্রুয়ারি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুসকে গুলি করার চেষ্টা করেন রবিনসহ তার সহযোগীরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ফরহাদ হোসেন নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও রবিন পালিয়ে যান। এরপর রবিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে রাখালিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ আরো জানায়, অভিযানের সময় গুলি ভরতি বিদেশি পিস্তল ছিল আসামি কাছে। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে চালানো পুলিশের গুলি রবিনের বাম পায়ের উরুতে লাগে। এতে রবিন মাটিতে লুটিয়ে পড়লে অভিযানে থাকা রামগঞ্জ থানার একজন পুলিশ সদস্য তার বুকের উপর ওঠে বসে হাতকড়া পরান।
পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, “সম্প্রতি এক ছাত্রদল নেতাকে গুলি করার চেষ্টার পর থেকে আমরা রবিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখি। এর মধ্যে সে কয়েকদিন ঢাকায় ছিল। ঢাকা থেকে রায়পুরের রাখালিয়া বাজার এলাকায় এসে আত্মগোপনে ছিল।“