আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
Published : 06 Aug 2024, 03:13 AM
শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকেই চাঁদপুরের ৮ উপজেলায় উল্লাসে নামে ছাত্র-জনতা।
এ সময় কচুয়া থানার এসআই মামুনুর রশিদ গণপিটুনিতে ও ফরিদগঞ্জে থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত নামে এক ছাত্রনেতা নিহত হয়েছেন।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে একটি বিক্ষোভ মিছিল থানায় প্রবেশের চেষ্টার সময় গেইট ভেঙে ফেললে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে শাহাদাত (২০) ও এমরান হোসেন (৩৮) নামে দুজন গুলিবিদ্ধ হন। আহতের দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর নিয়ে যেতে বলেন। তবে পথেই শাহাদাতের মৃত্যু হয়।
অন্যদিকে, কচুয়া থানার এসআই মামুনুর রশিদ উল্লাসের সময় বের হলে তাকে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে পিটিয়ে হত্যা করেন বিক্ষুব্ধ জনতা। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।