আটকরা সম্পর্কে আপন ভাই বলে বিজিবি জানায়।
Published : 17 Jan 2025, 09:56 PM
সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ ছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার চোরাই পণ্যও জব্দের কথা জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলাল ১২৩৪/৫-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রামের ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫)।
এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়।
জব্দ মালামালের আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
বিজিবির কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হবে।”