২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যান পারাপার হয়েছে; যার মধ্যে মোটরসাইকেল ছিল অন্তত ১০ হাজার।
Published : 29 Mar 2025, 01:40 PM
ঈদ যত ঘনিয়ে আসছে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুর মাওয়া দিয়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যান পারাপার হয়েছে; যা থেকে চার কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানান সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়েছে; যার মধ্যে মোটরসাইকেল ছিল অন্তত ১০ হাজার।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নয় দিনের লম্বা ছুটির দ্বিতীয় দিন শনিবার পরিস্থিতি সামাল দিতে সেতুর মাওয়া প্রান্তে অস্থায়ী একটি টোল বুথ চালু করা হয়েছে। দুটি লেনে মোটরসাইকেলসহ নয় লেনে ঘরমুখো মানুষ সেতুতে প্রবেশ করেছে।
চৈত্রের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এতে করে সকালে পদ্মা সেতুর টোল প্লাজায় লম্বা লাইন পড়ে যায়। আবার কখনও ফাঁকা হয়ে যায়।
মোটরসাইকেল, প্রাইভেট কার, জিপ, মাইক্রো, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন সেতু পারাপার হচ্ছে। কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা নিয়েছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। ৪০০ পুলিশ সদস্যসহ বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। লম্বা ছুটির কারণে যাত্রীরা অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন।
প্রকৌশলী কাজী ফেরদৌস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতু কর্তৃপক্ষের নানা রকম প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া এবার বন্ধ বেশি দিন হওয়ায় যাত্রীরাও একসঙ্গে বের না হয়ে বিভিন্ন সময় বের হচ্ছেন।
সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানের কারণে অপারেটররা সার্বক্ষণিক কাজ করছেন, এতে যানজট নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
মহাসড়কে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, যাত্রীদের জানমালের নিরাপত্তাসহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছেন।