জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

এই ইউনিটে মোট আবেদন করেছেন ৭৬ হাজার ৩০৯ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬১ হাজার ৫৩৪ জন। পাশের হার ৫০ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2022, 07:06 PM
Updated : 3 August 2022, 07:06 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, “এই ইউনিটে মোট আবেদন করেছিল ৭৬ হাজার ৩০৯ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬১ হাজার ৫৩৪ জন। পাশের হার ৫০ শতাংশ।

ছেলেদের মধ্যে সর্বোচ্চ স্কোর জিপিএ-সহ ৮৭ দশমিক ৪০। মেয়েদের মধ্যে ৮৪ দশমিক ৪০।”

‘এ’ ইউনিটভুক্ত গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ফলাফল ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে দেখা যাবে।