বিজ্ঞপ্তিতে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।
Published : 24 Feb 2024, 08:49 AM
খাগড়াছড়ির দিঘীনালা থেকে তাদের নেত্রীসহ তিন জনকে অপহরণের দাবি করছে হিল উইমেন্স ফেডারেশন।
শনিবার সন্ধ্যায় রাঙামাটির সাজেক থেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে ওই তিন জন অপহরণের শিকার হন বলে রাত ১১টার দিকে ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিতা চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ওই তিন জন হলেন- হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমা, কলেজশিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
হিল উইমেন্স ফেডারেশনের মূল সংগঠন ইউপিডিএফের জেলা সংগঠন অংগ্য মারামাও মোবাইল ফোনে তাদের নারী নেত্রীসহ তিন জন অপহরণ হওয়ার দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় “সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলনকে স্তব্ধ করতে মুখোশধারী বাহিনী এ্যান্টি চাকমা ছাড়াও তার দুই সহযোদ্ধাকে দিঘীনালা থেকে অপহরণ করে।“
কমিটির কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহরণের শিকার সবাইকে নিরাপদে ও সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।
তবে এই বিষয়ে জানতে দীঘিনালা থানার ওসিকে একাধিক ফোন করলেও তার সাড়া মেলেনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]