পার্বত্য মন্ত্রণালয়ের সব চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ রেখে মেধাভিত্তিক নিয়োগের দাবি করেন শিক্ষার্থীরা।
Published : 17 Aug 2024, 12:23 AM
সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শুক্রবার সকাল ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাপলা চত্বর হয়ে কোট বিল্ডিংসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বিভিন্ন দাবিতে স্লোগানে মুখরিত করে তোলেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর সারাদেশে লড়াইয়ের নানা অধ্যায় নিয়ে গ্রাফিতি, দেয়াল লিখন করছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানেও গ্রাফিতি অঙ্কন করা হয়।
দেয়ালে গ্রাফিতি করতে বাধা ও মুছে ফেলার প্রতিবাদে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।
খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী জেকি চাকমা, তুষিতা চাকমা, মেঘদূত ত্রিপুরা, অন্তর চাকমা, ফুটন্ত চাকমা।
শিক্ষার্থীরা ৫ শতাংশ নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহাল ও পার্বত্য মন্ত্রণালয়ের সব চাকরি নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ রেখে মেধাভিত্তিক নিয়োগের দাবি করেন।
পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবি জানানো হয়। এ ছাড়া পাহাড়ের বন ও পরিবেশ রক্ষায় ১৯৭৩ সালের ট্রানজিট রুট যথাযথ প্রয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে- মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা যথাযথ প্রয়োগ এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাতৃভাষায় পাঠদান; জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিরোধকল্পে ছাত্রদের সঙ্গে সমন্বয় করে যোগ্য ব্যক্তি নিয়োগ।