মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলা আনসার কার্যালয়ের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুসের (৪০) বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
এ ঘটনায় আটক আনসার সদস্যের নাম মো. শাহিন। তার বয়স ২৭ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, কুদ্দুসকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তার সহকর্মী শাহিন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কুদ্দুসের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় শাহিনকে ঘটনাস্থল থেকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝেই ঝগড়া বিবাদ হতো। তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল বলে ধারণা করা হচ্ছে। শাহিন প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছে।