নীলফামারীতে নির্বাচনকালে নিহত ২ জনের পরিবারকে অনুদান

নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত বিজিবি সদস্য ও মাদ্রাসা শিক্ষকের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে নির্বাচন কমিশন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 10:56 AM
Updated : 5 July 2022, 10:56 AM

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন নীলফামারীর ডিসি খন্দকার ইয়াসির আরেফীন।

নিহত বিজিবি সদস্য রুবেল মণ্ডলের স্ত্রী জেসিমিন আক্তার ও নির্বাচন কর্মকর্তা মাদ্রাসা শিক্ষক খাদিমুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন অনুদানের চেক গ্রহণ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “দুই ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। তাই নির্বাচন কমিশন দুই পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়। আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারকে চেক হস্তান্তর করা হল।”

গত বছর ২৮ নভেম্বর জেলার কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিহত হন বিজিবির নায়েক রুবেল মণ্ডল। ওই কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফল প্রকাশের সময় রাত সাড়ে ৮টার দিকে হামলা হয়। পরাজিত চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ।

ওই বছরেরই ২৬ ডিসেম্বর জেলার সৈয়দপুর উপজেলায় খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে নির্বাচন কর্মকর্তা খাদেমূল ইসলাম সদড় দুঘটনায় নিহত হন। তিনি উপজেলার লক্ষ্মণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।

জেলা নির্বাচন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ-জামান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান উপস্থিত ছিলেন।