শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলায় দণ্ডিত এক বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগে জিডি করেছেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 03:55 PM
Updated : 30 June 2022, 03:55 PM

বুধবার সাতক্ষীরা সদর থানায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়।

হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত। একই মামলায় বিস্ফোরক আইনের একটি ধারায় আরেকটি অভিযোগে সাক্ষ্য গ্রহণ চলছে, যেখানে হাবিবও আসামি রয়েছেন।    

জিডিতে সাতক্ষীরা জেলা পিপি আব্দুল লতিফ অভিযোগ করেছেন, ২০০২ সালের ৩০ অগাস্ট বেলা ১১টা ৫০মিনিটে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কলারোয়া বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িবহরে গুলিবর্ষণ ও বোমা হামলা করে।

এ সংক্রান্ত দুইটি মামলায় বুধবার সাতক্ষীরা বিশেষ ট্রাইব্যুনাল-৩ এ সাক্ষীর জন্য দিন ছিল। মামলা চলাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ এম মুনির, সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মাদ শাহীন মীরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

জিডিতে অভিযোগ করা হয়, দুপুর পৌনে ১টার দিকে মামলার পরবর্তী তারিখ ১৪ জুলাই ২০২২ ধার্য্য করায় এজলাস কক্ষ ত্যাগ করার সময় আদালত কক্ষে থাকা উক্ত মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিবসহ কয়েজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ এম মুনীরকে জীবননাশের হুমকি দেন। তিনি উচ্চৈস্বরে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন এবং বিভিন্ন জিনিসপত্র অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দিকে নিক্ষেপ করতে থাকেন।

জিডিতে মামলার পরবর্তী ধার্য দিনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়েছে।