ভারতে পাচারকালে সাতক্ষীরায় সোনাসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ছয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 08:46 AM
Updated : 24 June 2022, 08:46 AM

শুক্রবার সকালে কেড়াগাছির মজুমদার খাল এলাকা থেকে সোনাগুলো জব্দ করা হয় বলে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আল মাহমুদ জানান।

গ্রেপ্তার কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

আল মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের খবরে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কামরুজ্জামানের বাই সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ছয়টি সোনার বার জব্দ এবং তাকে আটক করা হয় ।

জব্দ করা সোনার ওজন ১১৪ গ্রাম; যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।  

তিনি বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তাস্তর এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।