পুলিশের এসআই ও আসামিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসামি সুস্থ হলে আদালতে পাঠানো হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় পানি ৩৫ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
“ভারি বৃষ্টিপাতের ফলে ২২ জুন পর্যন্ত পানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।” যোগ করেন তিনি।
পানি বাড়তে থাকায় মানুষ বাঁধ ও আশপাশের উচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি সংকট ও স্যানিটেশনসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, নদীতে পানি বাড়লেও আতঙ্কের কিছু নেই। নদী তীরের বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাঙন কবলিত স্থানগুলোতে কাজ চলছে।