বাজার থেকে উদ্ধার করা ৯০ পাখি ফিরে গেল বনে

নরসিংদীর শিবপুর উপজেলায় বিক্রির উদ্দেশে বাজারে তোলা ৯০টি পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করে দিয়েছে বন্যপ্রাণী বিভাগ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2022, 10:28 AM
Updated : 18 June 2022, 10:28 AM

উপজেলার পুটিয়া বাজার থেকে শনিবার দুপুরে পাখিগুলো জব্দ করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, অবৈধভাবে বিভিন্ন বন্যপাখি ও  প্রাণী ক্রয়-বিক্রয় হওয়ার খবর পেয়ে কর্মকর্তারা অভিযানে যায়। এ সময় ৩০টি শালিক, ২০টি ঘুঘু, ১০টি টিয়া, ২৮টি মুনিয়া ও দুটি মাছরাঙ্গাসহ ৯০টি পাখি জব্দ করা হয়েছে। শিবপুর উপজেলা সামাজিক বনবিভাগ এ অভিযানে সহায়তা করে।

“এগুলোর মধ্যে ৬৬টি পাখি ছেড়ে দেওয়া হয়েছে। ২৪টি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের প্রতিপালনের জন্য রাখা হয়। বড় হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।”

এসব পাখি শিকার, বিক্রি কিংবা আটকে রাখা দণ্ডনীয় অপরাধ বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, এ সময় বিক্রেতারা খাঁচায় পাখিগুলো রেখেই পালিয়ে যায়।