জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 09:39 AM
Updated : 15 June 2022, 09:39 AM

জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ গোলাম সারোয়ার বুধবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

তাছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তার জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও করেছে আদালত।

সাজাপ্রাপ্ত আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার নথির বরাতে বলেন, ২০২১ সালের ১৭ নভেম্বর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামচন্দ্রপুর গ্রাম থেকে ৪০ গ্রাম হেরোইনসহ রাশেদকে গ্রেপ্তার করে। ওই দিনই অধিদপ্তরের এসআই সাকিব সরকার পাঁচবিবি থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিল।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামির আইনজীবী হেনা কবীর।