কুমিল্লায় ২০০ এনআইডির ফটোকপি ও টাকাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে ২০০ জনের জাতীয় পরিচয়পত্রের (আইডি) ফটোকপি ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 04:56 PM
Updated : 14 June 2022, 04:56 PM

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

গ্রেপ্তার মো. ফারুক হোসেন কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকার বাসিন্দা।

সোহান সরকার বলেন, ২০০ ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ৫৮ হাজার টাকা নিয়ে ফারুক কোথাও যাচ্ছিলেন। গোপন তথ্যে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে পাওয়া আইডি কার্ডের ফটোকপি ও টাকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তিনি কুমিল্লা সিটি নির্বাচনে কোনো প্রার্থীর লোক কি-না জানার চেষ্টা চলছে।