নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2022, 04:56 PM
Updated : 8 June 2022, 04:56 PM

‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দিবসটি পালিত হয়।

দিনটি পালনোপলক্ষে ‘সাগরকিা সমাজ উন্নয়ন সংস্থা’ নোয়াখালী জেলা সদরে শোভাযাত্রা, উপস্থিত বক্তৃতা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

সাগরকিা সমাজ উন্নয়ন সংস্থার পরচিালক মো. সাইফুল ইসলাম জানান, বিকাল ৩টায় সাগরিকা সমাজ উন্নয়ন  সংস্থার হল রুমে চরবাটা পরিবেশ ক্লাবের উদ্যোগে ‘পরিবেশ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব’ শিরোনামে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় এবং সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের অগ্রগামী উদ্যোক্তাদরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে গাছরে চারা বিতরণ করা হয় বলেও তিনি জানান।   

সভায় বক্তব্য রাখনে সাগরকিা সমাজ উন্নয়ন সংস্থার পরচিালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরচিালক সামসুল হক, এস ই পি এর প্রকল্প ব্যবস্থাপক মো. হাসনাইন ও পরবিশে র্কমর্কতা সামসুন্নাহার।