বিদ্যুৎস্পৃষ্ট গাভিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কৃষক

ফেনীর ছাগলনাইয়ায় নিজ গোয়াল ঘরে বিদ্যুৎস্পৃষ্ট গাভিকে বাঁচাতে গিয়ে কৃষক নিহত হয়েছেন।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2022, 04:39 PM
Updated : 24 May 2022, 04:39 PM

সোমবার রাতে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুন নবী মজুমদার (৬০) ওই গ্রামের মাস্টার পাড়া বিআর মজুমদার বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের স্বজন কিবরিয়া মজুমদার জানান, কৃষক মো. নুরুন নবী মজুমদার প্রতিদিনের মতো মাঠ থেকে তার গাভিটি এনে গোয়ালঘরের সামনে বেঁধে রাখেন।

“সোমবার রাতে বসতঘর থেকে গোয়ালঘরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে হঠাৎ লাফাতে থাকে গাভিটি। এ সময় গাভিটিকে বাঁচাতে গেলে নুরুন নবী বিদ্যুৎস্পৃষ্ট হন।”

কিবরিয়া জানান, গাভিটি ঘটনাস্থলে মারা হয়। প্রতিবেশীরা নুরুন নবীকে উদ্ধার করে ছাগলনাইয়াা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক প্রাণ হারিয়েছেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।