ফেনীতে অটোরিকশায় ফেলে যাওয়া ৯ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

ফেনীতে এক ব্যক্তির অটোরিকশায় ফেলে যাওয়া ৯ লাখ টাকা ও জমির দলিল কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করে দিয়েছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2022, 12:03 PM
Updated : 29 April 2022, 12:03 PM

অটোরিকশাচালকের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে টাকাসহ দলিল উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

ওসি জানান, ফেনী পৗরসভার একাডেমি এলাকার মো. মিলন মিয়া ও তার স্ত্রী রোকেয়া আক্তার জমি কিনতে বায়নার টাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি রেজিস্ট্রারের কার্যালয়ে যান। সেখানে কাজ শেষ না হওয়ায় তারা বায়নার জন্য নেওয়া নগদ নয় লাখ টাকা জমা দেননি। পরে ওই টাকা ও দলিলপত্র একটি ব্যাগে নিয়ে বাসায় যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া নেন।

“পরে একাডেমি এলাকায় ভুলবশত টাকাসহ ব্যাগটি অটোরিকশায় রেখে বাসায় চলে যান। টাকার ব্যাগটি না পেয়ে বিকালে ফেনী থানায় লিখিত অভিযোগ করেন ওই দম্পতি।”

ওসি বলেন, অভিযোগ পেয়েই পুলিশ মাঠে নামে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমার তত্ত্বাবধায়নে থানা পুলিশ চালককে খুঁজে বের করে। রাতেই ব্যাগসহ ৯ লাখ টাকা ও জমির দলিল উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে টাকার মালিকের হাতে টাকা ও জমির দলিল তুলে দেওয়া হয় বলে জানান ওসি নিজাম।

এ ঘটনায় অটোরিকশা চালকের নাম প্রকাশ কিংবা তাকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।