কিশোরী ফুটবলারকে ‘ধর্ষণ’ কাণ্ডে ধর্ষণচেষ্টার মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2022 05:48 PM BdST Updated: 27 Apr 2022 05:48 PM BdST
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় অনুর্ধ্ব-১৭ দলের এক কিশোরী ফুটলারকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
তাছাড়া পুলিশ ধর্ষণ মামলার বদলে ধর্ষণচেষ্টার মামলা নথিবদ্ধ করেছে বলেও অভিযোগ করেছেন নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজের এই ছাত্রী।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল গলায় ছুরি ধরে ধর্ষণ করেন বলে কিশোরীর অভিযোগ।
‘ধর্ষণের সময়’ কলেজের পিয়ন আব্দুর রহিম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ফয়সাল ছুরি দেখান বলে রহিম অভিযোগ করেছেন।
কিশোরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। ফয়সালের স্ত্রী-সন্তান রয়েছে। কিশোরী কলেজে যাওয়া-আসার সময় ফয়সাল তার খোঁজখবর নিতেন।
“শুক্রবার উপবৃত্তির ফাইলে স্বাক্ষর দেওয়ার কথা বলে ফয়সাল আমাকে কলেজে ডেকে নেন। কলেজে গেলে ফয়সাল আমাকে মুখ চেপে গলায় চাকু ধরে ধর্ষণ করেন এবং ভিডিও করে রাখেন। এতে সহযোগিতা করেন তার সহযোগী আলামিন ও অজ্ঞাত আরও একজন। মাটিতে ফেলে আলামিন আমার পা ধরে রাখে। ঘটনা কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন ফয়সাল। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে আমার পরিবার।”
বাড়ি ফিরে সবাইকে বলার পর কিশোরী পুলিশে অভিযোগ দিতে যান।
কিশোরীর বক্তব্য, “ওসি স্যারকে সবকিছু খুলে বলার পর তারা ‘ধর্ষণ’ মামলার বদলে ‘ধর্ষণচেষ্টার’ মামলা নিয়েছে। পুলিশ আমাদের সঙ্গে অবিচার করেছে। তারা এটা কেন করেছে বুঝতে পারছি না “
কলেজের পিয়ন আব্দুর রহিম নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, “মেয়েটা কলেজে ঢোকার পর ফয়সাল তাকে জড়িয়ে ধরে। আমি কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ফয়সাল আমাকে চাকু দেখালে আমি বাইরে বের হয়ে অধ্যক্ষ স্যারকে ফোন করি। অধ্যক্ষ স্যার তাদের বাইরে বের করে দিতে বলেন।”
কলেজের অধ্যক্ষ বাদলকুমার দত্ত পিয়নের কাছে ঘটনা শুনেছেন বলে জানান।
তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এটা কোনোভাবেই কাম্য নয়। ফয়সাল মাঝেমধ্যে কলেজে আসত কোনো কাজ থাকলে। তার সঙ্গে কলেজের তেমন কারও সখ্য নেই। সে এমন কাজ করে থাকলে তার বিচার হওয়া উচিত।”
পুলিশ ধর্ষণ মামলা নেয়নি কেন সে বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, “কিশোরীর বক্তব্য শুনেই ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।”
মামলা য় ফয়সাল ও অজ্ঞাত দুইজনকে আসামি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের মধ্যে ফয়সালকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হছে।
জেলার পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, “নিয়ম হচ্ছে ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী মামলা নেওয়া। যদি পুলিশের কোনো গাফিলতি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে