নেত্রকোণায় বাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক

নেত্রকোণায় বাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে এক যুবককে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2022, 03:44 AM
Updated : 20 April 2022, 03:44 AM

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পারলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শাহজালাল পরিবহনের একটি বাস থেকে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক খন্দকার শাকের আহমেদ জানান।

আটক কোরবান আলী (২৬) গাজীপুরের জয়দেবপুরের বুরুলিয়া এলাকার বাসিন্দা।

পরিদর্শক খন্দকার শাকের আহমেদ বলেন, “পাঁচ মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কোরবান আলীর সঙ্গে থাকা চারজন পালিয়ে যায়।

“কোরবান আলী মাদক ব্যবসায়ী। তার নামে দেশের বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। এর আগে নরসিংদীতে ২২ কেজি গাঁজা নিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

পালিয়ে যাওয়া চারজন হচ্ছেন- টাঙ্গাইলের কালিহাতীর সাধন (২৮), গাজীপুরের মাওনা এলাকার আসাদুল (২৩), তমিজ (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার আব্দুল্লাহ (২৩)।

পরিদর্শক আরও বলেন, চার মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চলছে।