ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলার আবেদন রংপুরে
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2022 11:52 PM BdST Updated: 19 Apr 2022 11:52 PM BdST
-
প্রতীকী ছবি
রংপুরের এক বিচারিক হাকিমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের মামলার আবেদন করেছেন তার চিকিৎসক স্ত্রী।
মঙ্গলবার রংপুর নারী ও শিশু নির্যাদন দমন ট্রাইবুনাল-২ এ আবেদন করেন ওই চিকিৎসক স্ত্রী।
বিচারক রোকোনুজ্জামান অভিযোগ গ্রহণ করে আগামী বৃহস্পতিবার [২১ এপ্রিল] বাদিনীর জবানবন্দি রেকর্ডের দিন ধার্য করেছেন।
২০১৫ সালের ১১ মে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এই দুই বাসিন্দার বিয়ে হয়।
অভিযোগে স্বামী (৩২), তার বাবা (৬০), এক ফুফাতো ভাই (২৭) ও চাচাকে (৫০) আসামি করা হয়েছে।
মামলায় বাদীনির আইনজীবী রংপুর নারী ও শিশু নির্যাতম দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন জানান, মামলায় বাদীনি তার স্বামী বিচারিক হাকিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন – ২০২১ সালের ২৫ অগাস্ট রংপুর জজশিপ স্টাফ কোয়াটারে তাকে মারধর এবং চলতি বছর ২৮ মার্চ রংপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রধান ফটকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে মারধরে গুরুতর জখম করেছেন।
অভিযোগ আরও বলা হয়, ওই সময় তিনি ছুরি মেলেছেন, গলায় আঘাত করেছেন। তাই তাকে নয়টি সেলাই দিতে হয়েছে, ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্যাতনের কারণে বাদীনি শ্রবণ শক্তি হারিয়েছেন।
আইনজীবী খন্দকার রফিক হাসনাইন বলেন, চিকিৎসা শেষে গত ১৭ এপ্রিল রংপুর কোতোয়ালি থানায় এজাহার করতে গেলে আসামি বিচারক হওয়ায় থানায় মামলা নথিভূক্ত করতে অপারগতা প্রকাশ করা হয়; তাই তিনি আদালতের আসেন।
পিপি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)(খ)/৩০সহ দণ্ডবিধি ৩২৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত বাদীনির জবানবন্দি রেকর্ডের জন্য আগামী বৃহস্পতিবার [২১ এপ্রিল] দিন ধার্য করেছে।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ