ঝিনাইদহে ১২ কেজি সোনাসহ একজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারচেষ্টার সময় সাড়ে ১২ কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 11:30 AM
Updated : 1 April 2022, 11:30 AM

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ইব্রাহিম খলিল (২৫) মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে সোনার চালান পাচারের খবর পেয়ে বিওপির একটি টহল দল অভিযানে নামে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুতলা গ্রামের হাতির মোড় এলাকা থেকে তাকে সোনাসহ আটক করা হয়।

“মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর কাগজে মোড়ানো অবস্থায় ৯৮টি ছোট ও একটি বড় সোনার বার উদ্ধার করা হয় তার কাছ থেকে। সোনার ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম, যার মূল্য সাত কোটি ৮৭ লাখ টাকা।”

মহেশপুর থানায় মামলার পর খলিলকে পুলিশে দেওয়া হয়েছে আর উদ্ধারকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।