আধা কেজি হেরোইন পাচারের দায়ে নারীর মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2022 04:26 PM BdST Updated: 31 Mar 2022 04:37 PM BdST
চার বছর আগে গাইবান্ধায় আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার এক নারীকে মাদক আইনে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত পারভীন বেগম ওরফে শায়লা (৩৮) জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানান।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে চারজনকে অব্যাহত দেওয়া হয়েছে।
এরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে বিপুল মিয়া (৪০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পূর্বপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রমজান আলী (৪৫), একই উপজেলার বড়গলি এলাকার ইউসুফ আলীর ছেলে সাজু মিয়া (৩৫) ও সোহাগ হাসান।
মামলার বরাতে ফারুক বলেন, ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকালে কয়েকজন মাদক বিক্রেতা হেরোইন নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী বাসে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মোড়ে পুলিশ বাসটিকে থামানোর জন্য নির্দেশ দিলে কয়েকজন জানালা দিয়ে পালিয়ে যায়।
পরে বাস থেকে নেমে যাওয়ার সময় সন্দেহজনক হিসেবে পারভীন বেগমের হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি করলে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মনিরুল হক বাদী হয়ে পারভীনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’