নারায়ণগঞ্জে সিরামিক কারখানায়, ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জে একটি সিরামিক কারখানায় আর নয়টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 11:02 AM
Updated : 24 March 2022, 11:02 AM

জেলার রূপগঞ্জ উপজেলার তারাবোতে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ নামে টাইলস তৈরির কারনায় আর সদর উপজেলার ফতুল্লা আবাসিক এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টায় সিরামিক কারখানার পেছনের একটি টিনশেডে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা কারখানা থেকে বাইরে বেরিয়ে আসে। প্রথমে শ্রমিকরা তাদের নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। তবে তিনি কারখানার ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু বলতে পারেননি।

এদিকে সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর আবাসিক এলাকায় ভোর সাড়ে ৫টায় ঝুটের গুদামে আগুন লাগে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ জানান, সিরাজুল ইসলাম নামে এক ঝুট ব্যবসায়ীর টিনের তৈরি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে নয়টি টিনের গুদামে থাকা সকল ঝুট কাপড় পুড়ে গেছে।”

আগুনে তাদের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দুলাল মিয়া নামে একজন ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী জানিয়েছেন।

এদিকে আগুনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিভলে যান চলাচল স্বাভাবিক হয়।