সাভারে ‘মদপানের পর’ স্কুল কর্মচারীর মৃত্যু

ঢাকার সাভার উপজেলায় ‘অতিরিক্ত মদপানের পর’ এক স্কুল কর্মচারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2022, 12:57 PM
Updated : 16 March 2022, 12:57 PM

সাভার থানার এসআই রুবেল মিয়া জানান, মঙ্গলবার রাতে আব্দুল্লাহ আল মনসুর ওরফে আরমান (৩৫) নামে এই ব্যক্তি মারা যান।

আরমান জামালপুর সদর উপজেলার নান্দিনা মাঠপাড় এলাকার মশিউর রহমানের ছেলে। নান্দিনা নেকজাহান বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের উচ্চমান সহকারী কাম হিসাব সহকারী ছিলেন আরমান।

জামালপুর থেকে সাভারের আশুলিয়ায় চাচাত ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

এসআই রুবেল মিয়া বলেন, মঙ্গলবার রাতে আরমান আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকায় চাচাত ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন।

“গভীর রাতে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।”

সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় বলে জানান এসআই রুবেল মিয়া।

তিনি বলেন, “পরিবারে সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি, মদপানে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে অতিরিক্ত মদ্যপান নাকি বিষাক্ত মদপানে মারা গেছেন সেটা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”