কোভিড: শেরপুরে শনাক্ত ও মৃত্যু শূন্যের কোটায়

শেরপুর জেলায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে; সেখানে মৃত্যু ও শনাক্তের হার শূন্যে নেমে এসেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2022, 06:02 AM
Updated : 9 March 2022, 06:02 AM

বুধবার সকালে শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ১২ জনের নমুনা পরীক্ষায় কারো কোভিড শনাক্ত হয়নি।

এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মাত্র সাতটি নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া কোভিড স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই। তবে ১৩ জন কোভিড রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৬২৩ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ হাজার ৫১৫ জন। এ পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৯৫ জনের। মৃত্যুর শতকরা হার ১ দশমিক ৬৯ শতাংশ।

এ পর্যন্ত সর্বমোট কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা ১৯ লাখ সাত হাজার ৮৪৬ জন। এর মধ্যে প্রথম ডোজ ১১ লাখ ১৪ হাজার ৮১০ জন এবং দ্বিতীয় ডোজ সাত লাখ ৬৮ হাজার ৪৫৬ জন। বুস্টার ডোজ নিয়েছেন ২৪ হাজার ৫৮০ জন।