সাতক্ষীরায় সীমান্তে ২৩ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরায় কলারোয়ার সীমান্ত থেকে ২৩ কেজি রুপার গহনা উদ্ধার হয়েছে, যেগুলো ভারত থেকে আনা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2022, 04:10 PM
Updated : 18 Feb 2022, 04:10 PM

শুক্রবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এ কথা জানান।

আল-মাহমুদ বলেন, ভারত থেকে রুপার গহনা আনা হচ্ছে খবরে শুক্রবার সকালে জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি মজুমদার খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ২৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২৩ কেজি রুপার গহনা জব্দ করা হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে জব্দ গহনা হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।