সাদুল্লাপুরের ৮ ইউপিতে ভোট হবে ইভিএমে

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আট ইউনিয়নে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন – ইভিএমে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2022, 01:30 PM
Updated : 30 Jan 2022, 01:30 PM

সোমবার সকাল সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রোববার দুপুর ১২টায় সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন। 

আট ইউপিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তৌহিদুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

এসপি আরও জানান, অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত ২০টি কেন্দ্রে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা।

এই আট ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী।

মোট ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার ৭৯টি কেন্দ্রের ৫৭১টি কক্ষে (বুথ) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৪১ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৫৩১ জন।

ইউনিয়নগুলো হলো রসুলপুর, নলডাঙ্গা, দামোদারপুর, ফরিদপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর।