সাভারে মাস্ক না পরায় ৯ জনের জরিমানা

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় আসায় নয়জনকে জরিমানা করেছে ঢাকার সাভারের ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 12:41 PM
Updated : 20 Jan 2022, 12:41 PM

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমানবৃহস্পতিবার বিকেলে এই দণ্ড দেন।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১১ দফা বিধিনিষেধ দিয়েছে সরকার। কিন্তু অনেকেই তা উপেক্ষা করছেন।

নাহিদুর রহমান বলেন, মাস্ক না পরার অপরাধে তিনি নয় ব্যক্তিকে মোট ৮৫০ টাকা জরিমানা করেছেন। এছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক বিতরণ করে সবাইকে মাস্ক পরারও নির্দেশনা দিয়েছেন বলে জানান।