দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে মাদ্রাসাছাত্র দুই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 04:00 PM
Updated : 16 Jan 2022, 04:06 PM

রোববার বিকাল সাড়ে ৫টায় বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরদের ফেরত আনা হয় বলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহবুব আলম জানান।

এর আগে বেলা ১টার দিকে হিলির বালুচর এলাকার আরমান আলীর ছেলে আরাফাত হোসেন (১৫) ও আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিনকে (১৩) সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। 

তারা দুইজনই দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের হাকিমপুর পৌরসভা কেন্দ্রে টিকা দিতে নেওয়া হয়। টিকা দেওয়ার পর তাদের বাড়ি চলে যেতে বলা হয়।

“অন্যরা চলে গেলেও দুই কিশোর সীমান্তে ঘুরতে গিয়ে ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যদের জানানো হলে তারা তাদের ফেরত আনতে চেষ্টা করে।”

বিষয়টি জানার পরই ওই দুই ছাত্রকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয় বলে জানান বিজিবির কর্মকর্তা মাহবুব আলম।