চাঁদপুরে ট্রাক্টরকে বিআরটিসি বাসের ধাক্কা, ২ কিশোর নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসির বাসের ধাক্কায় ট্রাক্টর খাদে পড়ে দুই কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে আরো দুজন।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 11:37 AM
Updated : 10 Jan 2022, 11:37 AM

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কচুয়া-সাচার সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

নিহতরা হল- উপজেলার বুধুণ্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (১৭) ও সাচার গোপীরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক রহমান (১৮)।

ট্রাক্টরের চালক মেহেদী হাসান ও ট্রাক্টরটির মালিক ফুল মিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ট্রাক্টরচালক মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, জমি চাষ করে তারা চারজন ট্রাক্টরে উঠে সাচার থেকে তেগুরিয়ার যাচ্ছিলেন। লক্ষ্মীপুরগামী বিআরসিটির বাসটি শিমুলতলি এলাকায় ট্রাক্টটিকে ওভারটেক করতে যায়। এ সময় বাসটি পিছন থেকে ট্রাক্টটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি পাশের ডোবায় পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজীব ও আতিককে মৃত ঘোষণা করেন। 

ওসি মহিউদ্দিন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে পুলিশও রয়েছে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/সিএস