ময়মনসিংহে দুই গারো স্কুলছাত্রী ‘ধর্ষণ’: ৫ আসামি রিমান্ডে

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2022, 05:17 PM
Updated : 9 Jan 2022, 05:17 PM

রোববার জেলার বিচারিক হাকিম ৪র্থ আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান এই আদেশ দেন।

এই আসামিরা হলেন শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) ও রুকন মিয়া (২১)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই দিনের  রিমান্ড মঞ্জুর করে।

তিনি বলেন, শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে এবং র‌্যাব-১৪ এর একটি দল মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই গারো কিশোরী।

এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন ধর্ষনের শিকার এক কিশোরীর বাবা।

এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।