ঝিনাইদহে ভোটের পরে ‘প্রতিপক্ষ’ যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আরও একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 01:48 PM
Updated : 8 Jan 2022, 01:48 PM

শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার বগুড়া ইউনিয়নে শনিবার দুপুরে তাকে হত্যা করা হয়।

নিহত কল্লোল খন্দকার (৩৮) ওই ইউনিয়নের বড়বাড়ী গ্রামের আকবর খন্দকারের ছেলে।

কল্লোলের ছোট ভাই মিল্টন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই দুপুরে পেঁয়াজক্ষেতের শ্রমিকদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মিল্টন অভিযোগ করেন, “আধিপত্য বিস্তারের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম শিমুলের লোকজন তাকে হত্যা করেছে।”

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মো. রফিকুল ইসলাম।

এ নিয়ে শৈলকুপা উপজেলায় নির্বাচনী ও নির্বাচন পরবর্তী সহিংসতায় পাঁচজন নিহত হলেন। এর মধ্যে চারজনই উপজেলার সারুটিয়া ইউনিয়নের।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে গত বুধবার বগুড়ায় হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের প্রাথী শরিফুল ইসলাম শিমুল। বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম এবার ভোটে দাঁড়াননি।

নিহত কল্লোলকে নিজের সমর্থক বলে দাবি করেছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। ‘শিমুলের সমর্থকরা তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে’ বলে তার অভিযোগ।

অভিযোগ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম শিমুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।