মাদারীপুরে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

মাদারীপুর সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 06:59 PM
Updated : 29 Dec 2021, 06:59 PM

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  

নিহত তৌহিদুল ইসলাম লিংকন (৩০) জেলা শহরের বাগেরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

আহতরা হলেন অপর মোটরসাইকেলের দুই আরোহী শহরের সবুজবাগের আরব আলীর ছেলে রানা (৩০) ও সোবহান শিকদারের ছেলে মুমিন (১৪)।

তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, গুরুতর আহত অবস্থায় লিংকনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। বাকি দুই জনেরও অবস্থাও গুরুতর।

ওসি কামরুল ইসলাম মিঞা স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে ৮টার দিকে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে আসার পথে বিপরীতমুখী অপর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

“এ সময় লিংকনসহ অপর মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর ফরিদপুর মেডিকেলে পাঠান হয়। পরে শুনেছি ফরিদপুরে নেওয়ার পথে লিংকন মারা গেছেন।”

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তায় কুয়াশা থাকায় দ্রুত গতির মোটরসাইকেলে হেডলাইটের আলো দেখতে না পাওয়াই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান পাভেল বলেন, “মটরসাইকেলের দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনজনকে সদর হাসপাতালে নিয়ে আসলে আমরা দ্রুত তাদের ফরিদপুরে পাঠানোর পরামর্শ দিই।”