ট্রাকচাপায় জগন্নাথ ছাত্রীর মৃত্যু: চালক আটক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বরিনা আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2021, 06:04 AM
Updated : 19 Dec 2021, 06:25 AM

সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মিতু সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরার মোল্লাবাড়ির মর্তুজা ভুঁইয়ার মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় মিতুর বাবা বাদী হয়ে শনিবার রাত দেড়টার দিকে মামলা করেন। এর আগে রাত ৮টার দিকে ট্রাক চালক সাহাব উদ্দিন শিপনকে আটক করা হয়। মামলায় শিপনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।

শিপন (২৪) কুল্লিার চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।

শনিবার দুপুরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাবা-মায়ের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার বাড়ি থেকে বের হন মিতু। বাড়ির সামনে নোয়াখালী-কুমিল্লা সড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মিতু। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।