ঝালকাঠিতে উউপি সদস্যের বিরুদ্ধে হাত-পা ভেঙে হত্যার অভিযোগ

ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে-পিটিয়ে হাত-পা ভেঙে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2021, 08:51 AM
Updated : 15 Dec 2021, 08:51 AM

সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

নিহত মিরাজ শেখ (৩৫) সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি গ্রামের সত্তার শেখের ছেলে।

মিরাজের মা মাকসুদা বেগম সাংবাদিকদের বলেন, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে মঙ্গলবার রাতে দলবল নিয়ে হামলা চালান নজরুল ও তার লোকজন। তারা মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। রাত সাড়ে ৩টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মিরাজ মারা যান মা মাকসুদা।

বরিশাল নেওয়ার আগে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক সিয়াম হাসান সাংবাদিকদের বলেন, “মিরাজের একটি হাত ও দুটি পা ভেঙে গেছে। তাছাড়া তার একটি চোখ জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঝুকি থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়।”

ঘটনার পর ইউপি সদস্য নজরুল ইসলামকে এলাকায় পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে।

ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।