বরগুনায় পৌরবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

বরগুনায় নাগরিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে পৌরসভা।  

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2021, 02:23 PM
Updated : 3 Dec 2021, 02:23 PM

জেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স চত্বরে শুক্রবার দুপুরে এ সেবার উদ্বোধন করেন পৌর মেয়র কামরুল আহসান মহারাজ।

তিনি জানান, পৌর নাগরিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা ছিল তার নির্বাচনী অঙ্গীকার। তিনি সেটা পূরণ করেছেন।

পৌরসভার কোনো নাগরিক আর বিনা চিকিৎসায় কষ্ট পাবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের পক্ষ থেকে মুশফিক আরিফ বলেন, এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে নগরবাসীর স্বপ্ন পূরণ হলো।

“আগে কেউ অসুস্থ হলে এদিক-সেদিক ফোন করতে হতো, নানা অজুহাতে অনেক অ্যাম্বুলেন্স চালক কয়েকগুণ বেশি ভাড়া দাবি করত। এখন আর ভোগান্তি পোহাতে হবে না বলে আশা করা যায়।”

অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধনের সময় বরগুনা পৌরসভার সব কাউন্সিলর, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।