লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে হামলায় ছাত্রলীগ নেতা নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে হামলায় স্থানীয় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 12:12 PM
Updated : 28 Nov 2021, 01:14 PM

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার বিকালে ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর ভোট কেন্দ্রে এই হামলা হয়।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার বিকালে ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হামলা হয়।

নিহত সাজ্জাদ হোসেন সজীব (২৬) ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং নৌকা প্রার্থীর পক্ষে কাজ করছিলেন বলে রামগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম ফয়সাল জানিয়েছেন।

কামরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইছাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান শাহনাজ আক্তার। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেছেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি আমির হোসেন খান।

তিনি বলেন, রোববার বিকালে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত সজীবকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

ওসি আনোয়ার হোসেন বলেন, বিকালে ভোট কেন্দ্রে প্রতিপক্ষের লোকজন রাজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুরসহ ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হয় রোববার।