পিরোজপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ চার দিন

পিরোজপুর সদরে এক মাদ্রাসা শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন, যিনি মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার কথা বলে বের হন বলে কর্তৃপক্ষের ভাষ্য।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 02:43 PM
Updated : 25 Nov 2021, 03:56 AM

গত রোববার মাদ্রাসা থেকে বের হয়ে এই ছাত্র বাড়ি যাননি বলে স্বজনরা জানান।

১৫ বছর বয়সী এই কিশোর সদর উপজেলার ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, সোমবার [২২ নভেম্বর] ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসায় খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তার ছেলে আগের দিন [২১ নভেম্বর] সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশে বের হন।

তিনি এখনও বাড়িতে ফিরেননি জানিয়ে তার বাবা আরও বলেন, “অনেক জায়গায় খোঁজ নিয়েও তাকে পাই নাই। পরে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।”

ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার পরিচালক গোলাম মাওলা রসুল বলেন, “ছেলেটি প্রায়ই এমন করে বাড়িতে যায়। ওইদিন সে আমার অনুপস্থিতিতে মাদ্রাসা থেকে বের হয়ে এক ছাত্রকে বলে বাড়ি গেছে। তারপর দিন এই ছেলের বাবা মাদ্রাসায় খোঁজ নিলে আমি বলেছি যে সে তো বাড়ি যাওয়ার কথা বলে বের হয়েছে। তারপর শুনি সে নিখোঁজ।”

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা থাকায় একটি জিডি করেছেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করে যাচ্ছে।